Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ভাতশালা ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার
ভাতশালা, শেরপুর সদর, শেরপুর।

                                                                                                      তারিখঃ ২০/০৫/২০১৩ খ্রিঃ


কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি


সমগ্র বাংলাদেশকে ডিজিটালাইজ্ড করা তথা ভিশন-২০২১ অর্জন এবং দেশকে বেকারমুক্ত করে সমৃদ্ধ স্বাবলম্বি করার অঙ্গীকার নিয়ে বেকার যুবক যুবতীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির নিমিত্তে চালুকৃত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “ভাতশালা ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার” এ ৬ মাস মেয়াদী “সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার এপ্লিকেশন” কোর্স  এর ৬ষ্ট ব্যাচ এ ভর্তি চলছে। আগ্রহী প্রার্থীদেরকে অফিস কর্তৃক সরবরাহকৃত ফরমে আবেদন করার জন্য আহবান করা যাচ্ছে।

 

শর্তাবলীঃ-
১.    প্রার্থীকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে।
২.    আগ্রহী প্রার্থীকে আগামী ৩০জুন/২০১৩ খ্রিঃ তারিখের মধ্যে ভাতশালা ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার, ভাতশালা, শেরপুর সদর, শেরপুর এ আবেদন ফরম দাখিল করতে হবে।
৩.    অফিস চলা কালীন সময়ে ২০ (বিশ) টাকার বিনিময়ে অত্র প্রতিষ্ঠান হতে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
৪.    আবেদন পত্রের সাথে (ক) শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি (খ) ইউপি চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত পরিচয় পত্র (গ)জন্ম নিবন্ধন সনদ পত্রের সত্যায়িত ছায়ালিপি (ঘ) সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি সংযোজন করতে হবে।
৫.    মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান/মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্থ পরিবারের সন্তানদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। এই ক্ষেত্রে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্রের ছায়ালিপি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।
৬.    ভর্তির জন্য প্রার্থীকে আগামী ০৩ জুলাই/২০১৩ খ্রিঃ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় ভাতশালা ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার, ভাতশালা, শেরপুর সদর, শেরপুর এ উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই জন্য কোন প্রকার টি,এ/ডি,এ প্রদান করা হবে না। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি বিকাল ০২.৩০ মিনিটে অফিসের নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া হবে।
৭.    কম্পিউটার প্রশিক্ষণে ভর্তির বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
৮.    ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ ফি বাবদ নির্ধারিত ২০০০/- (দুই হাজার) টাকা(অফেরতযোগ্য)  এর ১২০০ (এক হাজার দুইশত) টাকা জমা পূর্বক ভর্তি হতে হবে এবং পরবর্তী ৩ (তিন) মাসের মধ্যে বাকী ৮০০/- (আটশত) টাকা পরিশোধ করতে হবে।
৯.    ভর্তির তারিখ ও সময় ভর্তি পরীক্ষার ফলাফল পত্রে জানিয়ে দেয়া হবে।
   ১০. নির্বাচনী পরিক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।

উল্লেখ্য, কোন প্রশিক্ষণার্থী স্বেচ্ছায় কোর্স সম্পন্ন না করলে বা বহিস্কৃত হলে কোর্স ফি বাজেয়াপ্ত হবে।

বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী প্রার্থীদের “ভাতশালা ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার”, ভাতশালা, শেরপুর সদর, শেরপুর এ যোগাযোগ করার জন্য বলা হল।



(মুহাম্মদ মাহদি মাসুদ)
উদ্যোক্তা ও পরিচালক,
ট্রেনিং শাখা
ভাতশালা ইউআইএসসি
শেরপুর সদর, শেরপুর।


অনুলিপিঃ সদয় অবগতি ও বহুল প্রচারের জন্যঃ
১। জেলা প্রশাসক, শেরপুর।
২। উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর সদর, শেরপুর।
৩। চেয়ারম্যান, ৭নং ভাতশালা ইউনিয়ন পরিষদ।
৪। পরিচালক, সেলস এন্ড সার্ভিস শাখা, ভাতশালা ইউআইএসসি।
৫। ........................................................................।
৬। নোটিশ বোর্ড।

ডাউনলোড